চট্টগ্রামে বাসচাপায় তরুণীর মর্মান্তিক মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

মোহাম্মদ শাহ আলম চৌধুরী।।

চট্টগ্রামের লালখান বাজারে বাসচাপায় রিয়া মজুমদার (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ইস্পাহানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া কোতোয়ালী থানার জামালখান সিঁড়ির গোড়ার বাসিন্দা শিবু মজুমদারের মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। রিয়া একটি রিয়েল এস্টেট কোম্পানি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এ এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে সেখানে যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১–১৬১৫) থেকে নামার সময় পা পিছলে রাস্তায় পড়ে যান রিয়া। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ২ নম্বর বাস (চট্টমেট্রো জ ১১–১৪১৬) তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে রিয়া বাসায় ফিরছিলেন। তড়িঘড়ি করে অফিস শেষ করে বেরিয়ে পড়েছিলেন যেন সময়মতো মায়ের হাতে ওষুধ পৌঁছে দিতে পারেন। কিন্তু তা আর সম্ভব হয়নি—মায়ের জন্য নেওয়া সেই ওষুধই তার সঙ্গে ছিল মৃত্যুর সময়। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আজাদী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।” থানার ওসি আবদুল করিম বলেন, “মৃত নারীর ব্যাগে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এর এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” নিহত রিয়ার সহকর্মীরা জানান, অফিস খুলশী এলাকায় অবস্থিত। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়া অফিস থেকে বের হন। তিনি সদা হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল ছিলেন বলে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।