কুড়িগ্রামে “বাংলাদেশ স্কাউটস দিবস” উদযাপন-২০২৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫ আসাদুজ্জামান।। ৮/৪/২৫ “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পালিত হলো বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ বাংলাদেশ স্কাউটস, কুড়িগ্রাম জেলা ও কুড়িগ্রাম জেলা রোভার এর আয়োজনে, ৮ এপ্রিল সকাল ১০.০০ ঘটিকায় জেলা স্কাউটস ভবনে পতাকা উত্তোলনের মাধ্যমে “বাংলাদেশ স্কাউটস দিবস” উদযাপনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন শেষে একটি র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার স্কাউট ভবনে ফিরে আসে। এরপর বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম সহ কুইজ প্রতিযোগীতা, ফ্যান এন্ড গেম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস এর কমিশনার জনাব আব্দুল লতিফ মোল্লা, জেলা রোভারের কমিশনার ও এ.এল.টি জনাব মোঃ আঃ ওয়াদুদ, আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, কুড়িগ্রাম জেলা রোভারের সম্পাদক এ.এস.এম হাসানুজ্জামান পলাশ, জেলা স্কাউটস এর সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন ফারুক, সহকারি কমিশনার সাইফুল ইসলাম সহ জেলা রোভার ও জেলা স্কাউটস এর নেতৃত্ববৃন্দ ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও রোভারগন। স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি। পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। SHARES সারা বাংলা বিষয়: