শিবগঞ্জ নাটমরিচাই গ্রামে টিউবয়েল মিস্ত্রির স্ত্রীর সাথে আটক একই গ্রামের তৈবর রহমান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

মো: সাজু ইসলাম।।

বগুড়া শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই আদর্শ গ্রামের মৃত আমজাদ হোসেনের ২য় পুত্র মো:ফারুক হোসেন (২৮) পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি,,,জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় টিউবওয়েল ও সাবমার্সি পাইপ স্থাপনের জন্য গমন করেন এবং কাজে দেরি হলে প্রয়োজনে রাত্রি যাপন করেন,,, এই সুযোগে গত ৭ তারিখ দিবাগত রাত্রে ফারুকের স্ত্রী ১ সন্তানের জননী মোছা:ববি বেগম (২২) এর ঘড়ে প্রবেশ করে একই গ্রামের পাশের বাড়ির মৃত ছোলেমানের ৫ম পুত্র মো: তৈবুর রহমান (৫০) পাশের ঘরে থাকা ফারুকের ভাই ও ভাবি রাত্রী প্রায় ৩ টার সময় টের পেয়ে ঘরের শিকল তুলে দিয়ে এলাকাবাসীকে ডাকে,, উপস্থিত গ্রামবাসী তাদের ঘরে আটক করে রাখে,,, দীর্ঘ সময় আটক রেখে গ্রাম শালিশের সময় নির্ধারণ করে উপস্থিত জনতা শালিশে হাজির হওয়ার শর্ত সাপেক্ষে পরিবারের নিকট তৈবর কে সোপর্দ করে,, ফারুক যেহেতু বাহিরে কাজে গেছে তাই গ্রাম্য শালিশ ৮ তারিখ সন্ধায় সময় নির্ধারণ করা হয়,, নির্ধারিত সময়ে বিচারের সময় গ্রাম্য শালিসের পক্ষ থেকে মেম্বার সাহেব তৈবরকে ডাকতে গেলে তৈবরের পরিবারের লোকজন এলোমেলো কথা বলে,,, এলাকাবাসী নিরুপায় হয়ে ভুক্তভুগী নারীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন,,এবং ঐ পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দেন।