বান্দরবানে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫ দীপংকর মল্লিক।। বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকালে বান্দরবান পৌর এলাকার শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমবেত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম। এসময় সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত সারা দেশের ন্যায় বান্দরবানেও বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ জনগণকে কষ্ট দিয়েছে। বান্দরবানের আওয়ামী লীগের নেতারা রাজনীতির নাম করে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি করে অঢেল সম্পদ গড়েছে। সম্প্রতি সোমবার (৭এপ্রিল) দিবাগত রাতে বান্দরবান পৌর এলাকার ৩নং ওয়ার্ড কালাঘাটা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের দোসররা প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়। এই সব হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য ব্যক্তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সদস্য রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান জেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন জনি প্রমুখ । SHARES সারা বাংলা বিষয়: