সাবেক সংসদ তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাঁধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

মোঃ ফরিদুজ্জামান।।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) এর সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে তিস্তা ভাঙ্গা বালুর বাধ পরিদর্শন করেছে ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার তিস্তা নদীর চড়খড়িবাড়ী এলাকায় বাঁধ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতাকর্মীরা। ভাঙ্গা বালুর বাঁধ সংস্কার অভাবে কি সমস্যা হতে পারে সে বিষয়ে স্থানীয়দের কথা শুনেন তারা। এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, টেপাখড়ীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, টেপাখরী বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক ইয়াসিন আলী বসুনিয়া,সাধারণ সম্পাদক ইউসুফ আলী বিএসসি সহ আরও অনেকে। স্থানীয়রা জানান, “২০১৬ সালে স্বেচ্ছায় শ্রম দিয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে বালুর বাঁধ নির্মাণ করেন স্থানীয়রা। বাঁধের ফলে ২০ হাজার পরিবার ও হাজার হাজার একর ফসলের জমি বন্যার পানি থেকে রক্ষা পায়। কিন্তু বিগত কয়েক বছরের তিস্তার বন্যায় এই বাঁধের ব্যাপক ক্ষতি হয়। যার কারণে আসন্ন বর্ষা মৌসুমে কৃষকদের ফসলী জমি ও স্থানীয়দের বসত বাড়ী বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন, ৩ কিলোমিটার বাঁধের প্রায় ২ কিলোমিটার বাঁধ ভেঙ্গে গেছে। এটা সংস্কার অতি জরুরি। কিন্তু স্বেচ্ছায় আবারও আমাদের পক্ষে এই বাঁধ তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিষয়টি আমাদের নেতা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মুঠোফোনে জানালে তিনি আজকে নেতাকর্মীদের পাঠায় এই বাঁধ পরিদর্শনে। শাহ আলম ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন,“তুহিন ভাই সব সময় তিস্তা পাড়ের মানুষের খোঁজ খবর রাখেন,তারই প্রমান আজকে আবারও পেলাম। বিএনপির নেতাদের পাঠিয়েছেন আমাদের খোঁজ খবর নিতে। আশা করি তিনি নিরাপদে দেশে ফিরে আবারও পুরোদমে তিস্তা পাড়ের মানুষের সেবায় নিয়োজিত হবেন। এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন,“ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী দেশের বাইরে থাকলেও সব সময় তিনি আপনাদের খোজ রাখেন। আপনাদের দুঃখ দুর্দশা, সমস্যার সমাধান করার চেষ্টা করেন তিনি। আপনারা তুহিন ভাইকে এই বালুর বাঁধের কথা বলেছেন সেটি দেখতে আজকে আমাদের তিনি পাঠিয়েছেন। আশা করছি তিনি দ্রুত উচ্চ মহলের সাথে কথা বলে এই বাঁধ সংস্কারের চেষ্টা করবেন। তিনি আরও বলেন,আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের সঙ্গে কথা বলে আপনাদের সকল দুঃখ দুর্দশার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন তিনি।