চাটখিলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

মোঃ হানিফ।।

নোয়াখালীর চাটখিল উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সব অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য এই প্রস্তুতিমূল সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বৈশাখী মেলায় কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। সভার অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বৈশাখী মেলায় কোন প্রকার জুয়ার আসর যেন না বসাতে পারে সেদিকে লক্ষ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবী জানান। পরে ভোক্তা অধিকার সম্পর্কে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সভাপতিত্বে করে। এতে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক, প্রভাষক জসিম মাহমুদ ও আনিস আহম্মেদ হানিফ প্রমূখ। সভায় ভোক্তাদের বিভিন্ন লাঞ্ছনা ও ক্রেতাদের দ্বারা ভোক্তাদের সাথে খারাপ আচরণের কথা উঠে আসে।