চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

বাবলু  নন্দী।।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট সৈয়ব উদ্দিন খান উপস্থিতিতে, চকবাজার রোজ বুধবার ৯.৪.২০২৫ ইং তারিখ দুপুর ১২:৩০ মিনিট দুপুর ২:০০ পর্যন্ত ১৬নং ওয়ার্ড অবৈধভাবে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান কার্যক্রম চলে। সাথে ছিলেন চকবাজার থানার এস আই শাহজালাল চৌধুরী ফোর্স সহ সহযোগী ছিলেন মোহাম্মদ এনামুল। চকবাজার ধনিয়া ফুল থেকে ফুলতলা মেরন সান স্কুল এন্ড কলেজ পর্যন্ত টানা দেড় ঘন্টার মাইকিং এই অভিযানে বিভিন্ন কাঁচা বাজার, মাছ বাজার দোকান সহ সবগুলো তুলে দেওয়া হয় , অবৈধ বিল বোড, ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একটি ভ্যান গাড়ি জব্দ করা হয়,একটি দোকানকে জরিমানা করা হয় । ফুলতলা সুজন স্টোর ও চটেশরী স্টোর সতর্ক করা হয় যাতে দোকানের বাইরে মালামাল বিক্রি না করে। মাইকিং করে বলা হয় কাঁচা বাজার ও মাছ বাজার দোকান সবগুলো বসার জন্য, চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি মার্কেট করে দেওয়া হয়।সাধারণ জনগণ যাতে সবাই গিয়ে ওইখানে বাজার করতে পারে নিশ্চিন্তে। আর এভাবে অবৈধ ফুটপাত দখল করে ব্যবসা আইনগত অপরাধ, সাধারণ মানুষ চলাচলে অসুবিধা হয়। তাই আমাদের এই উচ্ছেদ অভিযান কার্যক্রম সিটি কর্পোরেশন থেকে ধারাবাহিকতা চলবে।