নীলফামারীর ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

মোঃ ফরিদুজ্জামান।।

নীলফামারীর ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক প্রীতি ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্জিনিয়ারি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক প্রীতি ক্রিকেট ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন তুহিন স্পোর্টিং ক্লাব বনাম ডোমার ক্রিকেট একাদশ। ৭ উইকেট ১০ ওভারের বিনিময়ে জয় লাভ করে তুহিন স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপি সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, আরিফুল ইসলাম লিটন সিনিয়র সহ-সভাপতি ডিমলা উপজেলা বিএনপি, গোলাম রব্বানী প্রধান সাংগঠনিক সম্পাদক ডিমলা উপজেলা বিএনপি, আমিনুজ্জামান গাজী সহ-সভাপতি ডিমলা উপজেলা বিএনপি। আরও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বাবু উৎপল কান্তি সিং আহবায়ক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ডিমলা উপজেলা, জাহাঙ্গীর আলম ডিআর সভাপতি ডিমলা সদর ইউনিয়ন বিএনপি, আব্দুল জব্বার সাধারন সম্পাদক নাউতারা ইউনিয়ন বিএনপি, আব্দুল মজিদ সরকার সাধারন সম্পাদক ডিমলা সদর ইউনিয়ন বিএনপি, আলহাজ্ব গোলজার হোসেন সভাপতি ডিমলা উপজেলা মৎস্যজীবী দল,আবু বক্কর সিদ্দিক সিনিয়র যুগ্ন আহবায়ক ডিমলা উপজেলা যুবদল, রবিউল ইসলাম সদস্য ডিমলা উপজেলা যুবদল,মিজানুর রহমান সবুজ আহবায়ক ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দল,আব্দুর সাত্তার সভাপতি ডিমলা উপজেলা তাঁতীদল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, বাবু জ্যোতি রঞ্জন রায় সভাপতি তুহিন স্পোর্টিং ক্লাব, তুহিন স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক সোহাগ খান লোহানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন তিনি বলেন আমাদের ডোমার-ডিমলা’র উন্নয়নের অভিভাবক আমাদের প্রিয় নেতা ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী ভাইয়ের নামে ডিমলা তুহিন স্পোর্টিং ক্লাব-এর আজকের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ফাইনাল বিজয়ীত দলকে ডিমলা উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে ডোমার ক্রিকেট একাদশকেও জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি আরও বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুযোগ্য ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই একজন পরিছন্ন রাজনীতিবিদ, তিনি তরুণ সমাজকে মাদক মুক্ত থেকে দূরে রাখার জন্য সর্বদাই কাজ করে যাচ্ছে, তাঁর এই কাজের অনুপ্রেরণা হিসেবে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্পোর্টিং ক্লাব- এর উদ্বোধন করা হয়েছে। এই ক্লাবের মাধ্যমে ডিমলার যুব সমাজকে মাদক মুক্ত থেকে দূরে রেখে খেলা-ধুলার দিকে ধাবিত করবে ও মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে খেলা-ধুলার বিকল্প নেই।পরিশেষে তিনি বলেন তুহিন ভাইয়ের নির্দেশে আমরা পরিছন্ন রাজনীতি করে যাচ্ছি এবং তুহিন ভাইকে বিজয় করার লক্ষ্যে আমরা সাধারন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুহিন ভাইয়ের উন্নয়নের কথা তুলে ধরবো।