নাটোর মালখানার জানালার গ্রিল কেটে চুল পরিমাণ টাকা স্বর্ণালংকার চুরি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

ফরহাদুজ্জামান।।

নাটোর মালখানার জানালার গ্রিল কেটে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ ।নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বি বিষয়টি নিশ্চিত করেছেন । পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান ,নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং মালখানার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। শুক্রবার (১১ই এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে কর্মরত পুলিশ সদস্যরা মালখানার গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সংবাদ পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন সহ পুলিশ, সেনাবাহিনী ,সিআইডি, এনএসআই ,পিবিআই যৌথ টিম সেখানে পৌঁছে তদন্ত কাজ শুরু করেন। পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে মালখানা থেকে নগদ টাকা ও কিছু নগদ টাকা ও স্বর্ণা লঙ্কার চুরি হয়েছে। সেই সাথে আরো কিছু চুরি হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা। সিআইডি আলামত সংগ্রহ করা সহ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন। ইতোমধ্যেই সন্দেহজন তিনজনকে আটক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় কিছুদিন পূর্বে সিংড়ায় একজন প্রকৌশলীর গাড়ি থেকে অবৈধ ভাবে আয়ের ৩৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ওই টাকাগুলো আদালতের নির্দেশনায় মালখানায় রাখা ছিল। সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা অন্যান্য মালামালের সাথে এই নগদ টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। ইউসুফ আর জানান এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সাথে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে একটি যৌথ টিম চুরি চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করেছেন ।