অবশেষে অনুমতি মিললো চট্টগ্রাম ডিসিহিল বর্ষবরণ অনুষ্ঠানের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫ বাবলু নন্দী।। চট্টগ্রাম ডিসিহিল অনুমতি মিলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের। বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা শেষে সীমিত আকারে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। জেলা প্রশাসক ফরিদা খান সভায় সভাপতিত্ব করেন। বেলা তিনটা দশ মিনিটে সভাটি শেষ হয়।সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি,গণমাধ্যম কর্মী। সভায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সংগঠকরা উপস্থিত ছিলেন। সভাশেষে পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ বলেন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সুচরিতা দাশ বলেন বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে ১৫ থেকে ২০ মিনিট সময় বেশি লাগতে পারে। কারন আমাদের সংগঠন বেশি। সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সকাল সাড়ে ছয়টায় ডিসি হিলে অনুষ্ঠান শুরু হবে। ৪৮-৫০টির বেশি সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এবার বর্ষবরণে ৪৭ বছরে পদার্পণ করবে ডিসিহিল। আগে বর্ষবিদায় ও বর্ষবরণ দুই দিনব্যাপী হত। করোনার পর থেকে তা একদিনের আয়োজন করা হচ্ছে । গত ১৩ই ফেব্রুয়ারী সম্মিলিত পহেলা বৈশাখ ওদযাপন পরিষদ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানান জেলা প্রশাসক বরাবর। নানা অনিশ্চয়তার পর অনুষ্ঠানের অনুমতি মিলছে আজ। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন প্রতি বছরের মত এবারও ডিসিহিল পহেলা বৈশাখ অনুষ্ঠান হবে। সময় বা ব্যাপ্তি কমিয়ে বিকেল ৪:০০ টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।এদিকে নগর পুলিশ কার্যালয়ে নববর্ষ উদযাপন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।সভায় নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিসিহিল,সিআরবি, শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানের আয়োজকরা। সিআরবিতে দুই দিনের অনুষ্ঠান হবে, রবিবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বর্ষবিদায় ও সোমবার বর্ষবরণ অনুষ্ঠান। আর শিল্পকলা একাডেমিতে একদিনের অনুষ্ঠান হবে জানা গেছে। SHARES সারা বাংলা বিষয়: