ভাঙা রাস্তায় কষ্টে চলাচল ভোগান্তি চরমে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ রাকিব হোসাইন।। স্থানীয়রা চাচ্ছে এই অবস্থার পরিবর্তন অথচ নেই যেনো মেরামত এভাবেই কেটে গেল পাঁচটি বছর। দ্রুত রাস্তার মেরামত করার দাবি স্থানীয় বাসিন্দাদের। রাস্তার খারাপ অবস্থার কারণে কোনো যানবাহনই এই এলাকায় আসতে নারাজ। লোকমুখে বলতে শোনা যায় পিচের রাস্তা অথচ নেই যেনো পিচের চিলেফোটাও আছে শুধু শুকনো বালুচর এবং বর্ষায় দেখা মেলে ছোট বড় খানাখন্দে একাকার। শরীয়তপুর পৌরসভার নয় নং (৯)ওয়ার্ডের ৮৭নং মৌজার নীল কান্দি গ্রামের ভিতর দিয়ে প্রায় ১ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা এ চিত্র যেন বেশ পুরনো তবুও যেনো নেই কেনো সংস্কার দিন যত যাচ্ছে অবস্থার অবনতি যেনো ক্রমশাই বেড়েই চলছে। দেখলে মনে হতে পারে সংযোগ সড়কের লোকচিএ এ যেনো শিল্পির আকা কোনো গ্রাম্য আঁকাবাঁকা মেঠো পথ। কিন্তু,না – চিত্র পুরোপুরি ভিন্ন সরজমিনে গিয়ে দেখা যায়, আংগারিয়া বাজার থেকে রাজগঞ্জ যাওয়ার মুল সড়কের সাথে, বাহার আলী মসজিদের পাশ দিয়ে ভান্ডি বাড়ীর মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সংযোগ সড়কের বেহাল দশা। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলা ও অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটি। রাস্তার পাশের এক টং দোকানি তৈয়ব আলীর সাথে কথা বলার সময় তিনি আক্ষেপ নিয়ে বলেন আমরা নাম মাত্র পৌরসভার বাসিন্দা এই রাস্তাটি ৫/৬ বছর যাবত এমন অবস্থা হয়ে আছে, সড়কে থাকা ধুলো বালির কারণে প্রায় সময় দোকান বন্ধ রাখতে হয়, এই সময়ে দেখা যায়, রাস্তাটির পিচ সরে গিয়ে ধুলোবালি আর খানাখন্দো ভরপুর একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, পাহাড়ি রাস্তার ন্যায় উঁচু নিচু পথ, এ যেনো কোনো অভিশপ্ত গ্রাম। রাস্তায় যেনো ধুলোর মাতম বাতাসের সাথে প্রতিনিয়ত উড়ছে ধুলো এদিক দিয়ে হেঁটে চলা যেনো বেশ কষ্টকর হয়ে যাচ্ছে এই গ্রামটিতে বসবাসরত সকলের ধুলোর কারনে শারীরিক অসুস্থতা যেন নিত্য দিনের সঙ্গী। সজল,নামে একজন পথচারী সাংবাদিকদের জানান রাস্তায় গাড়ি চলে হেলেদুলে পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়তই প্রায় দুই হাজার মানুষ আসা-যাওয়া করছে, ছোট-বড় ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন এদিক দিয়ে চলা যানবাহনের যাত্রী এবং ড্রাইভার এতে তাদের বেশ ভোগান্তির পহাতে হচ্ছে প্রতিনিয়ত। রাস্তার এই দূরাবস্থার কারণে যাতাযাতে কোনো যানবাহন পেতে বেগ পেতে হবে কতো দিন তা যেনো ক্রমশাই ঘোলাটে। SHARES সারা বাংলা বিষয়: