অবশেষে নাসিরনগরে রহমতের বৃষ্টি, জনজীবনে স্বস্তি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
মোঃ সাইফুল ইসলাম।।
গ্রীষ্মকাল শুরুর পর দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হলেও নাসিরনগর উপজেলার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রচণ্ড তাপদাহে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা পেলো নাসিরনগরবাসী। আজ শুক্রবার  (১১ এপ্রিল) সারাদিন সূর্যের তেজ থাকলেও বিকেলের দিকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। এরপর শুরু হয় দমকা হাওয়া। পরে আকাশ কালো হয়ে বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে যায়। জনজীবনে ফিরে আসে খানিকটা স্বস্তি।
অনেকদিন পর প্রকৃতির শীতল পরশ পেতে ধুলোকে উপেক্ষা করে অনেক বাড়িতে দরজা জানালা খুলে দিয়ে প্রকৃতির শীতলতায় নিজেদের শীতল করতেও দেখা গেছে। এমন বৃষ্টির জন্য দীর্ঘ‌দিন তারা অপেক্ষায় ছি‌লেন। অনেক‌কে বৃ‌ষ্টি‌তে ভিজ‌তে দেখা যায়।