কেন্দুয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-‘২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে । রবিবার (১৩ এপ্রিল) সকালে ১১টায় উপজেলা কৃষি অফিস কর্তৃক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সব উপকরণ বিতরণ করা হয় । আউশ চাষী মোট ৪৫০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় বলে জানা যায় উপজেলা কৃষি অফিস সূত্রে । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাসুদ মিয়া , উপকারভোগী কৃষকেরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।