নাসিরনগরে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

আশিকুর রহমান চৌধুরী পনি।।

নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে ঈদ পুনর্মিলনী, র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩ টায় নাসিরনগর কলেজ মোড় চেয়ারম্যান মার্কেট হতে র‍্যালি মাধ্যমে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে পুনর্মিলনীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপি সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া (১) নাসিরনগর এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক (২) বশির চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল আলম, ইউনিয়ন বিএনপির সকল সভাপতি পক্ষে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন চৌধুরী, সকল সাধারণ সম্পাদকের পক্ষে বক্তব্য রাখেন শেখ জিল্লুর রহমান দুলাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মামুন মিয়া , উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াসিন মাহমুদ, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার, চাতলপাড় ডিগ্রি কলেজের আহবায়ক কনিকা আক্তার, উপজেলা শ্রমিক দলের শাহজাহান ও ইমরান মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।