বাংলা নববর্ষ ১৪৩২ মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসব দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ এস.এম. আবু রায়হান।। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে রঙিন সাজে সেজেছে মৌলভীবাজার। নতুন বছরকে স্বাগত জানাতে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন। পরে অতিথিরা মাঠে স্থাপিত স্টল ঘুরে দেখেন। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি, জাসাস ও মৌসাস-এর শিল্পীরা। একই দিনে পৃথকভাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগেও অনুষ্ঠিত হয় ‘আনন্দ শোভাযাত্রা’। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মেয়র চত্বরে অনুষ্ঠিত হয় আরেকটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর, আর নাগরিকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা নববর্ষ ১৪৩২ SHARES সারা বাংলা বিষয়: