কমলাকান্দা উপজেলা কৃষক দলসহ সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ নাজমুলহুদা।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নেত্রকোনা জেলা শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলমাকান্দা উপজেলা কৃষক দল এবং এর আওতাধীন সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন খান মিলকী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ রফিক বাবুল স্বাক্ষরিত পত্রে জানানো হয়, কমলাকান্দা উপজেলার কৃষক দল কমিটির সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার কারণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পত্রে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতিশীলতা আনতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ বিলুপ্তি কার্যকর করা হয়েছে। পরবর্তীতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় কৃষক দল ও স্থানীয় বিএনপি শাখায় অনুলিপি প্রদান করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: