ছাতিয়াইনে এলাকার গুনিজন সম্মানে মরণোত্তর সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

মোঃশামীম মিয়া।।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন গ্রামে হাজেরা নুর শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় ইউনিয়নের গুনিজনদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাতিয়াইন পূর্বগ্রাম জামেমসজিদ সংলগ্ন হাজেরা নুর ক্যাডেট মাদ্রাসার নির্ধারিত স্হানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, হাজেরা নুর ক্যাডেট মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ বাবু মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ জাবেদ মিয়া, মাওলানা শফিকুর রহমান, জালাল মেম্বার, দুলাল মিয়া, সাবেক সেনা সদস্য রেজু মিয়া প্রমুখ। নিউজিল্যান্ড প্রবাসী,মো:কামাল নুর, জামাল নুর বিলাল নুর ও মিজান নুরের মহতি উদ্যোগে বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত হাজেরা নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের পরলোক গত ব্যাক্তিদের সম্মানে মরণোত্তর সম্মাননা প্রদান করেন। বিশেষ করে শিক্ষা ও জনসেবায় অবদানের জন্য ইউনিয়নের ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক ভেদাভেদের উর্ধে থেকে এ মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। জনসেবা সৈয়দ মোহাম্মদ কায়সা, নাছির উদ্দীন চৌধুরী এবং শিক্ষায় শিমুলঘর গ্রামের মরহুম মুকিম উদ্দিন লস্কর, ফজলুল হক লস্কর সহ প্রায় দেড়শত জন গুনি ব্যাক্তির উত্তরাধিকারের হাতে সম্মাননা ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিদের মাঝে প্রায় একশত পদক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহজাহান এলাকার উন্নয়নে তাদের এ মহতি উদ্যোগ কে স্বাগত জানান। সব শেষে সভাপতি উনার সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।