প্রান্তিক পর্যায়ের তালিকাভূক্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫ ছাইদুল ইসলাম।। নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ের তালিকাভুক্ত ৩ হাজার ১০০ জন কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল দশটার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রান্তিক পর্যায়ে তালিকাভুক্ত ৩ হাজার ১১০ জন নারী ও পুরুষ কৃষকদের মধ্য থেকে ৩ হাজার কৃষকদের প্রত্যেককে মাথাপিছু ৫ কেজি করে আউস ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়াও ২০ জন কৃষকদের মাথাপিছু প্রত্যেককে ১ কেজি করে তিল বীজের সঙ্গে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সারসহ ৯০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ-সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বী প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: