টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে অর্থ আত্মসাত অভিযোগে দুদকের অভিযান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ হতে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ-এ গমণ করে উক্ত কাজের প্রাক্কলন, কাজ সমাপ্তির সনদ, বিল ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জের স্মারক নং-৩৭.০৭.৩৫০০.৬৮.১২৪৪.২৪/১৪৩৪, তারিখ: ১৩/০৬/২০২৪ খ্রি. মূলে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের মেরামত ও সংস্কার কাজের জন্য ২০২৩-২৪ অর্থ বছরে মেসার্স পি.আর. প্রকৌশলীকে কার্যাদেশ প্রদান করা হয়। উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ১৯/০৬/২০২৪ খ্রি. তারিখে কাজ সমাপ্ত করে বিগত ২৩/০৬/২০২৪ খ্রি. তারিখে ২৪,৮৩,৫৫০/- টাকা বিল গ্রহণ করে। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দুলাল কিশোর বর বিগত ৩১/০৭/২০২৪খ্রি. তারিখে কাজসমূহ বুঝে নিয়েছেন মর্মে দেখা যা। সরেজমিনে পরিদর্শনকালে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, উক্ত কলেজের মেরামত ও সংস্কার কাজে যে সকল অনিয়ম পাওয়া গেছে তা নিম্নরূপ: (১) ফ্যানের রেগুলেটর, থ্রি গ্যাং ইত্যাদি হংকং/ মালায়েশিয়া/সিংগাপুর/ দ: কোরিয়া/ থাইল্যান্ড/ ইংল্যান্ড/ জার্মানি/ জাপানী প্রতিষ্ঠানের হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে দেশীয় কোম্পানি সুপার স্টারের ফ্যান রেগুলেটর ও থ্রি গ্যাং সুইচ সরবরাহ করা হয়েছে; (২) SURFACE WIRING (NYY) (THROUGH PVC CONDUIT): 1C-4*35sqmm (NYY) with 16 sqmm (BYA) ECC wire through PVC pipe of minimum inner dia 50 mm having wall thickness of 2.5 mm কোয়ালিটি সম্পন্ন ২৮ মিটার ক্যাবল যার মূল্য ১,১২,০০০/- টাকা ও Triple pole miniature circuit Breaker (TPMCB) ৬ টি যার মূল্য ২৭,০০০/- টাকা পরিদর্শনকালে পাওয়া যায়নি। নিম্নমানের ফ্যান রেগুলেটর ও থ্রি গ্যাং সুইচ সরবরাহ এবং ১,১২,০০০/- টাকা মূল্যের ২৮ মিটার ক্যাবল ও ২৭,০০০/- টাকা মূল্যের ৬টি সার্কিট ব্রেকার পরিদর্শনকালে না পাওয়াসহ অন্যান্য অনিয়মের বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে মর্মে দুদকের কর্মকর্তা দৈনিক দেশ সেবা প্রতিবেদককে জানান। SHARES সারা বাংলা বিষয়: