ভূঞাপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

শেখ রুবেল, ভূঞাপুর।শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের শুরুতেই প্রথমে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় দিবস পালিত হয়।
এসময় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তালুকদার মোহন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, বীরমুক্তিযোদ্ধা এমএ মজিদ মিয়া, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।