কেন্দুয়া পৌর বাসিন্দারা বিশুদ্ধ পানি সংকটে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

কোহিনূর আলম।।

ফাল্গুন-চৈত্র মাসে মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নানা কাজে ব্যবহার্য বিশেষ করে পানীয় জলের সংকটে পড়েছে নেত্রকোণার কেন্দুয়া পৌর সভার বাসিন্দারা । শনিবার (১৯ এপ্রিল) সরেজমিনে পৌরসভার কান্দিউড়া, সাউদপাড়া, আরামবাগ, শান্তিবাগসহ একাধিক এলাকায় গিয়ে জানা যায় এই ভোগান্তীর কথা । বিভিন্ন বাসা বাড়িতে নিজ উদ্যোগে অগভীর নলকূপ স্থাপন করেও সমস্যার সমাধান করা যাচ্ছে না । দীর্ঘক্ষণ টিউবওয়েলের হাতলে চাপাচাপি করেও সুপেয় পানি তোলা সম্ভব হয় না । অনেকেই দূর থেকে অন্যের বাসা বাড়ি থেকে কষ্ট করে পানি এনে দৈনন্দিন জীবনের কার্যাবলী সারছেন । এই সংকটে শিশুদের ঠিকমতো খাওয়া ও গোসল নিয়ে দুঃচিন্তায় রয়েছেন মায়েরা । ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা । কান্দিউড়া গ্রামের বাসিন্দা লাকী আক্তার যিনি কিনা একজন গৃহিণী ও শিক্ষক, তিনি বলেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে এমন সমস্যা হলেও এ বছর এর তীব্রতা বেশি । এতে বাচ্চার গোসল ও রান্নার কাজে অনেক কষ্ট পোহাতে হচ্ছে । পৌরসভার শান্তিবাগের এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, পৌরসভার বাসিন্দা হয়েও এই দুঃসময়ে পৌরসভা কর্তৃক কোন সুব্যবস্থা চোখে পড়ে না । পৌর কর্তৃপক্ষের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা হলে ভালো হতো । কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ বলেন, পৌরসভা অগভীর নলকূপ দেওয়ার নিয়ম রয়েছে । তবে আমি নতুন যোগদান করায় এখনো পর্যন্ত এই বিষয়ে খোঁজ নিতে পারি নি । তিনি আরো বলেন, জেলা ও বিভাগীয় শহরে নাগরিকদের সুপেয় পানির ব্যবস্থা করা হলেও এ মুহূর্তে আমরা সেট পারছি না । এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন মুঠোফোনে বলেন, ইতোমধ্যে উপজেলার জন্যে প্রায় ১শত ৫০টি নলকূপ বরাদ্দ পেয়েছি । আশা করি খুব শীগ্রই সেগুলো বিতরণের ব্যবস্থা করা হবে ।