জলবায়ু পরিবর্তন ও স্থানীয় পর্যায়ে জেন্ডার ভিত্তিক অভিযোজন-বরিশালের বাকেরগঞ্জে GETCA প্রকল্পের কার্যক্রম শুরু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
মো: বেল্লাল হোসেন।।  অদ্য ৩১ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার  উপজেলা অডিটোরিয়াম, বাকেরগঞ্জ, বরিশালে প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। আয়োজক: নজরুল স্মৃতি সংসদ (NSS) ও ওয়েভ ফাউন্ডেশন সহযোগিতায়: বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংকট। বিশেষত উপকূলীয় অঞ্চলসমূহ, যেমন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এই পরিবর্তনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হচ্ছে বেশি হারে। জলবায়ু সংকট নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে GETCA (Gender Equality Transforms Climate Action) প্রকল্পের মাধ্যমে জেন্ডার সমতা, জলবায়ু ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিমূলক অভিযোজনকে উৎসাহিত করা হচ্ছে।
প্রকল্প পরিচিত সভার মূল বিষয়বস্তু:
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়:
1. জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব: লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি চাষাবাদে প্রভাব ফেলছে। নারীদের পানি সংগ্রহ, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।
2. জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা: নারীদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কৌশল তৈরির প্রয়োজনীয়তা। নারীদের কণ্ঠস্বর ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান।
3. কমিউনিটি সচেতনতা: জলবায়ু বিষয়ে সচেতনতা তৈরিতে স্থানীয় নেতাদের ভূমিকা। প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও প্রচারাভিযানের মাধ্যমে নারী ও তরুণদের সম্পৃক্ত করা।
4. উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
প্রধান অতিথি: উপজেলা নির্বাহী অফিসার রোমান আফরোজ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হাসানুল বান্নাহ, এনএসএস বরিশাল জেলা সমন্বয়কারী আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, যুব প্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ।
সুপারিশসমূহ: স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া। জলবায়ু অভিযোজন পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। স্কুল, কলেজ ও ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সচেতনতা কার্যক্রম চালু করা।  সরকারি-বেসরকারি অংশীদারিত্বে টেকসই অভিযোজন প্রকল্প বাস্তবায়ন। GETCA প্রকল্পের মাধ্যমে বরিশালের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডারভিত্তিক সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা একটি সময়োপযোগী পদক্ষেপ। এই প্রকল্প শুধু জলবায়ুর প্রভাব মোকাবেলায় নয়, বরং সামাজিক পরিবর্তন ও নারীর ক্ষমতায়নের পথও সুগম করবে।