দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৭৮ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ খোকা চৌধুরী।। দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৭৩ব্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ০২আগস্ট,শনিবার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে। এসএসসি’৭৮ ব্যাচের অংশগ্রহণে পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রধান মুন্সী মো.নুরুল আলম, সঞ্চালনায় ছিলেন মাস্টার হালিম মজুমদার। প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.শাহজাহান সাজু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতিন,মোঃ আবুল হাসান, সুনীল কুমার আচার্য, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন,মোঃ ফিরোজ মিয়া,মুসলিম মাস্টার, মোহাম্মদ একরামুল হোসেন মাস্টার,মোঃ আব্দুল মান্নান,মোঃ ফখরুল ইসলাম,মোঃ সেলিম জাহাঙ্গীর,মোঃ আনোয়ার হোসেন,প্রবীর কুমার সাহা,মোঃ নেয়ামত উল্যাহ প্রমূখ। দীর্ঘ ৪৭বছর পর বন্ধুদের কাছে পেয়ে সকলে আবেগাপ্লুত হয়ে পরেন। সবাই একে অপরের সাথে কুশল বিনিময় শেষে আনন্দে মেতে উঠেন এবং স্কুলের স্মৃতিতে ফিরে যান। দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন করেছেন প্রায় ২০জন। মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। SHARES সারা বাংলা বিষয়: