সাবেক সংসদ সদস্য তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ মোঃ ফরিদুজ্জামান।। দীর্ঘ ১৮ বছর পর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ভাগ্নে, সাবেক নীলফামারী জেলা বিএনপি সভাপতি ও ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৯ মার্চ) শনিবার সকালে ডিমলা মডেল মসজিদে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে । উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা , সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান সহ আরও অনেকে। এমসয় বক্তারা বলেন ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৮ বছর পর দেশের মাঠিতে পা রাখতেছেন, ওনার আগমন উপলক্ষে ডিমলা উপজেলা নেতা কর্মীর মনে আনন্দের জোয়ার ভাসছে,ওনাকে বরণ করে নেওয়ার জন্য ডিমলা উপজেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। পরিশেষে বলেন, ওনি যেনো সহিসালমতে দেশের মাঠিতে এসে পৌঁছে সে জন্য সকলে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ কাছে। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ডিমলা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন, আরও উপস্থিত ছিলেন ১০ ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। SHARES সারা বাংলা বিষয়: