সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: উপজেলা প্রশাসনের অভিযান, পাইপ ধ্বংস দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ এইচ এম হক চৌহালী প্রতিনিধি।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে বেশকিছু পাইপ ও সরঞ্জাম ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী কিছু ব্যক্তি বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” অভিযান চলাকালে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আপনি চাইলে এটি সংক্ষিপ্ত বা দীর্ঘ সংস্করণে রূপ দিতে পারি, কিংবা পত্রিকা প্রকাশনার জন্য সাজিয়ে দিতে পারি। SHARES সারা বাংলা বিষয়: