কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪ কোহিনূর আলম,কেন্দুয়া।”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৮ মার্চ) বিকালে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী পরবর্তী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আনিকা আক্তার, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রহিছ উদ্দিন, সাধারণ সম্পাদক কল্যাণী হাসান, উপজেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী চয়ন সরকার ও দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি কোহিনূর আলম । এর আগে নারী নেতৃত্ব , বিভিন্ন ক্ষেত্রে নারীর বলিষ্ঠ অবদান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীর ভূমিকা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার । সভায় বক্তরা নারীর সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, নারীদের সবার আগে প্রয়োজন নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া । তাহলেই দেশ ও জাতি এগিয়ে যাবে স্বমহিমায় । এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা – কর্মচারীবৃন্দ , প্রশিক্ষনার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন । SHARES সারা বাংলা বিষয়: