চাটখিল-ঢাকা রোডে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত -বিষয়টি দেখার কেউ নেই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
মোঃ হানিফ।।
রামগঞ্জ ভায়া চাটখিল ভায়া লাকসাম ঢাকা রোডে চলাচলকারী বাস আল বারাকা, হিমালয় এক্সপ্রেস  জোনাকী সার্ভিস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে, এটা দেখার কেউ নেই। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এসব সার্ভিসে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে যাত্রীদের অভিযোগের পর ঢাকা-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আন্তঃ জেলা বাস মালিক সমিতি বি,আর,টি নির্ধারিত ভাড়ার চেয়ে  অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য এসব কোম্পানিকে চিঠি দিয়েছেন। চিঠি দেওয়ার ৪ মাসেও তা বাস্তবায়ন হয়নি। বাস কোম্পানিগুলো তাদের ইচ্ছামতো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে।
ঢাকা-ফেনী-নোয়াখালী- লক্ষ্মীপুর  আন্তঃ জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক হাজী আলাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক এ, টি, এম মিজানুর রহমান এর দেওয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে জুলাই বিপ্লবের পরও বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে।  ১ ফেব্রুয়ারী  থেকে বি,আর,টি নির্ধারিত কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের নির্দেশ দেওয়া হয়। কিলোমিটার হিসেবে চাটখিল থেকে ঢাকা সায়দাবাদ পর্যন্ত ৪২৮ টাকা ভাড়া। কিন্তু ৪২৮ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। অজ্ঞাত কারণে বি.আর.টি নির্ধারিত ভাড়া না নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে । এই সব দেখার তেমন কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না। মাঝে মধ্যে উপজেলা ভ্রাম্যামান আদালত তাদের কিছু জরিমানা করে যা একদিনের অতিরিক্ত টাকা আদায়ের চেয়েও কম। এসব রোডে যাত্রীরা বি.আর.টি নির্ধারিত ভাড়া আদায়ের ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা-ফেনী-নোয়াখালী- লক্ষ্মীপুর আন্তঃ জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক হাজী আলাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক এ, টি, এম মিজানুর রহমান এর সাথে যোগাযগ করলে তারা বলেন, এ সকল বাসগুলো রুট পারমিট রয়েছে সায়দাবাদ পর্যন্ত। এরা অনেক সময় টঙ্গী আবদুল্লাপুর যায়, এ অজুহাতে ভাড়া বেশি আদায় করে। আমরা তাদেরকে বলেছি সায়দাবাদের বাহিরে তাদের যাওয়ার দরকার নেই এবং অতিরিক্ত ভাড়া আদায়েরও প্রয়োজন নেই। যারা আমাদের এ নির্দেশ মানছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।