ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমান ( ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শিক্ষার্থীবৃন্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ বাবলু নন্দী।। চকবাজার হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব গিয়ে ২২.৪.২০২৫ ইং.তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে চট্টগ্রাম জেলার ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফাড়ি শিক্ষার্থীবৃন্দ। ওনাদের দাবি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রীর পাস কোর্স) করার জন্য। এটা নিয়ে ২৮.৮.২০২৪ ইংরেজি তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ও মাননীয় উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এই যৌক্তিক দাবি দীর্ঘ সাত মাস হয়ে গেলে ও বাস্তবায়ন করা হয় নাই। তাই তারা আজকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে এবং শেষ করে ওরা জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে । জেলা প্রশাসকের সাথে কথা বলেন এবং ওনারা বলে এই যৌক্তিক দাবি দ্রুত মেনে না নিলে কঠোর কর্মসূচি দিবে বলে জানিয়েছে, শিক্ষার্থীবৃন্দ। এ মানববন্ধনে ৩৫০ বেশি নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করে, এক থেকে দুই ঘন্টা যানজট সৃষ্টি হয় চক বাজার চট্টগ্রাম প্রেস ক্লাব ও আন্দরকিল্লা পর্যন্ত এদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রীর সমমান চায়। SHARES সারা বাংলা বিষয়: