বাসাইলে আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

মোঃআব্দুল মমিন নাহিদ,বাসাইল।টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর জিকাতলীপাড়া এলাকায় ভজন মন্ডলের খামারে বৃহস্পতিবার (৭ মার্চ) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে হলস্টিন ফ্রিজিয়ান জাতের দুইটি গরুর মৃত্যু হয়েছে। এসময় একই জাতের আরও দুইটি গরু মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে ভজন মন্ডলের গরুর খামারে হঠাৎ করে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরমধ্যেই একটি গাভি ও একটি বাছুরের মৃত্যু হয়। এসময় অপর একটি গাভি ও একটি বাছুরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

গরুর মালিক ভজন মন্ডল বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই খামারে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে, তা জানি না। আগুনে একটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের প্রায় তিন লাখ টাকা মূল্যের গাভি ও একটি বাছুর মারা গেছে। আরও একটি ফ্রিজিয়ান জাতের আড়াই লাখ টাকা মূল্যের গাভি ও একটি বাছুর মারাত্মকভাবে আহত হয়েছে। দুইটি গরুই মাত্র তিন মাস আগে বাচ্চা দিয়েছে। এই দুইটি গাভি থেকে প্রায় ৬০ কেজি দুধ বিক্রি করা যেতো। আমি ঋণ করে গরুর খামার করেছি। এখন আমার কিছুই রইল না। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।’

ক্ষতিগ্রস্তের বাড়িতে পরিদর্শনে যেয়ে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, আগুনে পুড়ে ভজন মন্ডলের দুইটি গরুর মৃত্যু ও আরও দুইটি গরু মারাত্মকভাবে আহত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’