মিঠাপুকুরে নারী লাঞ্ছনা ও হুমকির অভিযোগ : তথাকথিত ‘হিন্দু গ্রুপের বিএনপি নেতা’ দাবিকারীর আস্ফালন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ এক বয়স্ক ভদ্রমহিলার ওপর বর্বর হামলা, শ্লীলতাহানি ও চশমা ভেঙে যাওয়ার ঘটনায় মিঠাপুকুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত হয় দুলহাপুর আল-ফারুক সংলগ্ন রাস্তায়, যখন এক শিশু পথচারী ঢিল ছুড়ে এক অটোযাত্রীর চোখে আঘাত করে। প্রতিক্রিয়ায় ছেলেটিকে থামিয়ে তার পরিচয় জানতে চাইলে পাশে থাকা এক মহিলা তাকে সামান্য শাসন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিশুটির বাবা মানিক চন্দ্র উপস্থিত হয়ে দুই মহিলার ওপর চড়াও হন। তিনি এক মহিলাকে মারধর করে গুরুতর আহত করেন এবং অন্যজনকে শ্লীলতাহানির পাশাপাশি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, ঘটনার পর মানিক চন্দ্র ফোন করে ডেকে আনেন তার ভাই হীরালালকে, যিনি নিজেকে “হিন্দু গ্রুপের বিএনপি নেতা ও সেক্রেটারি” পরিচয় দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন: “আমি বিএনপির হিন্দু গ্রুপের সেক্রেটারি। ওসিকে এখনই ফোন দিলে তোমাদের খবর খারাপ হয়ে যাবে। আমাকে চেনো?” হীরালালের এ ধরনের ভাষা ও আচরণে উপস্থিত সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি: হীরালাল অজ্ঞাত পরিচয়ের আরও ২-৩ জনকে সঙ্গে এনে আহতদের হুমকি ও ভয়ভীতি দেখান এবং সবাইকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন স্থানীয়রা। SHARES সারা বাংলা বিষয়: