ক্ষিপ্ত মৌমাছির আক্রমণে সিরাজগঞ্জের এনায়েতপুরে আহত ২০, গুরুতর ১ জন হাসপাতালে ভর্তি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

এইচ এম হক।। 

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামে ক্ষিপ্ত মৌমাছির আক্রমণে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাইদুল ইসলাম মন্ডল (৫২) কে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, ব্রাহ্মণগ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মাস্টারের বাড়ির সামনে স্বজনেরা বসে ছিলেন। হঠাৎ পাশেই রাস্তায় মাটি ফেলছিলেন শ্রমিক আলমগীর মন্ডল, তখনই ক্ষিপ্ত মৌমাছির দল তাকে আক্রমণ করে। তার চিৎকারে ছুটে আসা লোকজনও একে একে মৌমাছির কামড়ের শিকার হন। মৌমাছি তাড়াতে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়ার চেষ্টা করেন মিলন ও মিঠুন সরকার। কিন্তু তারাও মৌমাছির আক্রমণ থেকে রেহাই পাননি। এক পর্যায়ে আমজাদ মাস্টারের বাড়ি ও আশপাশের অন্যান্য পরিবার, এমনকি গৃহপালিত তিনটি গরুও আক্রান্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন: আলমগীর হোসেন মন্ডল, সাইদুল সরকার (৫৫), মিঠুন সরকার (২৭), নুর হোসেন সরকার (৩৫), হিমেল হোসেন বাবুল মাস্টার (৫০), সোনাউল্লাহ সরকার (৩২), এবং আবির হোসেন (২৮)। প্রত্যেকেই মৌমাছির ১০ থেকে শতাধিক কামড়ে আহত হয়েছেন।স্থানীয়দের ধারণা, মৌমাছির দল হয়তো আগেই কোথাও আক্রমণের শিকার হয়ে ক্ষিপ্ত হয়ে পড়েছিল, যার ফলেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।