চাটখিলে পাওনা টাকার জন্য ছোট ভাইয়ের হামলায় বড় ভাই সহ আহত-৪

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

মোঃ হানিফ।।

চাটখিল উপজেলার দশঘরিয়া পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া আশ্রাফ আলী দত্তের বাড়িতে মাত্র ১৫হাজার টাকা পাওনা কে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই সহ ৪জন আহত হয়। আহতরা হচ্ছে আবদুল মোতালেব ( ৫৫) তার স্ত্রী আয়েশা বেগম (৪৭), তাদের যমজ দুই মেয়ে এসএসসি পরিক্ষার্থী নাফিসা আক্তার (১৭) ও দশম শ্রেণীর শিক্ষার্থী রাফিলা আক্তার (১৭) । এই ঘটনার পর থানায় অভিযোগের ৩দিনেও থানা পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন আবদুল মোতালেব এর পরিবার। আজ বুধবার দুপুরে মোতালেব এর পরিবারের লোকজন চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। মোতালেব এর থানা দায়ের করা অভিযোগে জানা যায়, তিনি এনামুল হক নামের তাদের এক আত্মীয়র কাছ থেকে ১৫হাজার টাকা ধার নেন। কিছুদিন থেকে এই ১৫হাজার টাকা মোতালেব এর ছোট ভাই আবদুল খালেক (৪৫) তার কাছে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তিনি টাকা দিতে অপারগতা জানালে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে তাকে টাকা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে মোতালেব এশা’র নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে তার ঘরের সামনে আসলে ছোট ভাই ও তার স্ত্রী আঁখি আক্তার (৩৫) মোতালেব এর উপর হামলা করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে । তার শোর চিৎকারে তার স্ত্রী ও মেয়েরা এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এই ব্যাপারে মোতালেব তার ছোট ভাই ও তার স্ত্রীকে বিবাদী করে গত সোমবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ৩দিনেও পুলিশ বিবাদীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এই ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আলমগীরের সাথে যোগাযোগ করলে, তিনি জানান অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।