এত আনন্দের মাঝেও হয়রানির শিকার জব্বার মিয়ার বলি খেলার আশে পাশে বসা দোকানিরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

মোঃ হিমেল।।

লালদিঘীর মেলায় জেনারেটর বিলের নামে দোকানীদের কাছ থেকে জো’রপূর্বক ৩০০ টাকা করে চাঁ’দা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। দোকানীরা গতপরশু ও গতকাল নিজেদের মত করে লাইটের ব্যবস্থা করে দোকান চালিয়ে আসছিল। গতকাল রাত ১২টার কাছাকাছি সময়ে কিছু সং’ঘ’বদ্ধ চাঁ’দাবা’জ এই রসিদ মেলার দোকানীদের হাতে ধরিয়ে বলে, ৩০০ টাকা করে জেনারেটরের বিল দিতে এবং জেনারেটর লাইন রাত ১২টা থেকে সকাল ৫টা পর্যন্ত থাকবে। কয়েকজন দোকানী যখন বলে, লাইটতো নিজেরাই নিজেদেরগুলো ব্যবহার করছি, জেনারেটরতো লাগেনি আর রাত ১২টার পর জেনারেটর লাগবেওনা। তখন চাঁ’দাবা’জরা দোকানীদের হু’ম’কি ধা’ম’কি দেয় এবং কয়েকজনকে দোকানীকে দৌড়ানি দেয়।