মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর কবর জিয়ারত করলেন উপজেলা নির্বাহী অফিসার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মরমী বাউল সাধক ও কবি জালাল উদ্দিন খাঁর ১৩১তম জন্মদিন উপলক্ষে তাঁর কবর জিয়ারত করলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে চির শায়িত এই বরেণ্য কিংবদন্তির কবর জিয়ারত করলেন তিনি । জালাল উদ্দিন খাঁ ছিলেন বৃটিশ ভারতের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আসদহাটি / সিংহেরগাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন ১৮৯৪ সালের ২৫ এপ্রিল । মৃত্যু বরণ করেন ১৯৭২সালের ৩১ জুলাই । ২০২৪ সালে অসামান্য অবদানের জন্যে মরণোত্তর একুশে পদকে ভূষিত হোন তিনি । তাঁর জীবদ্দশায় ৪খন্ডের ‘জালাল- গীতিকা ‘ গ্রন্থে ৬৩০টি গান প্রকাশিত হয় । মৃত্যুর পর প্রকাশিত হয় তাঁর ৫খন্ড । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান রনি, স্থানীয় শিল্পী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । উল্লেখ্য মরমী জালাল উদ্দিন খাঁ স্মরণে প্রতি বছরই ২দিনব্যাপী কেন্দুয়ায় জালাল মেলা পালিত হয়ে থাকলেও নানা কারণে এ বছর তা পালিত হয় নি ।