উপজেলা পরিষদের সীমানা প্রাচীরে পকেট গেইট নির্মাণের দাবি কেন্দুয়ার পূর্ব শান্তিবাগ বাসিন্দাদের

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় উপজেলা পরিষদের সীমানা প্রাচীরে পকেট গেইট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কেন্দুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের শান্তিবাগের বাসিন্দা ও পূর্ব পাশের স্থায়ী বাসিন্দাদের আয়োজনে উপজেলা পরিষদের পূর্ব পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা জানান, পূর্ব শান্তিবাগ এলাকায় পূর্বে এলজিইডি কর্তৃক নির্মিত একটি ১০-১২ ফুট প্রশস্ত রাস্তা ছিলো, যা দিয়ে স্থানীয় বাসিন্দারা মসজিদে যাতায়াত, স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল এবং দৈনন্দিন যাতায়াত নির্বিঘ্নে সম্পন্ন করতেন । কিন্তু সম্প্রতি উক্ত রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, প্রবীণ, নারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন । তারা পূর্বের রাস্তাটির সূত্র ধরে সীমানা প্রাচীর ভেঙে সেখানে একটি পকেট গেইট স্থাপনের জোর দাবি জানান । এ সময় উপজেলা পরিষদের দক্ষিণ পাশের বিভিন্ন এলাকার বাসিন্দারাও আলাদা ব্যানারে অংশগ্রহণ করে একটি পৃথক পকেট গেইট স্থাপনের দাবি জানান । তারা বলেন, বর্তমানে বিকল্প কোনো সরাসরি পথ না থাকায় প্রতিদিন দীর্ঘপথ ঘুরে চলাচল করতে হচ্ছে । যা বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর । প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল উপজেলা পরিষদের উত্তর পাশে সীমানা প্রাচীর ভেঙে একটি পকেট গেইট স্থাপনের অনুমোদন দেয়া হয়, যা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা, অভিযোগ ও মতবিরোধের সৃষ্টি হয়েছে । মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন । এ সময় তিনি বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।” এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও আইনজীবী সঞ্জিত কুমার পন্ডিত , সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুু আশরাফ মন্ডল, পূর্ব শান্তিবাগের সিনিয়র বাসিন্দা সবুজ মেম্বার, ইন্চান মিয়া, জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।