পাঁচবিবি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে বিশিষ্ট আলেমদের নিয়ে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। পাঁচবিবি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে বাছাইকৃত বিশিষ্ট আলেমদেরকে নিয়ে গতকাল শনিবার সকালে পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর হল রুমে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে এলাকার খ্যাতিমান আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। শিক্ষা বৈঠকের মূল লক্ষ্য ছিল ইসলামী শিক্ষার প্রচার, সমাজে নৈতিকতার উন্নয়ন এবং পথহারা মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার কার্যকর কৌশল নির্ধারণ। পাঁচবিবি ওলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও পাঁচবিবি ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আবুল বাশার এর সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, আজকের পৃথিবীতে যে অন্ধকার ছড়িয়ে পড়েছে, তা দূর করতে হলে আলেমদের এগিয়ে আসতে হবে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে মানুষকে কুরআন ও সুন্নাহর আলোয় ফিরিয়ে আনা। শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে হবে। শুধু বক্তব্য নয়, বাস্তব জীবনে ইসলামের সৌন্দর্য তুলে ধরাই আমাদের বড় কাজ। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের মাঝে নৈতিক অবক্ষয় দূর করতে হলে ইসলামী শিক্ষার বিস্তার জরুরি। আলেম সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনে আরও সচেতন ও গতিশীল হতে হবে। বৈঠকে বিশেষ অতিথি এবং অন্যান্য বক্তারাও আলেমদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তারা বলেন,ওলামাদের দায়িত্ব শুধু মসজিদে খুতবা দেওয়া নয়, তারা আলেমদেরকে দ্বীন প্রতিষ্টার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। SHARES সারা বাংলা বিষয়: