শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ।।

শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার আয়োজনে ২৬ এপ্রিল (শনিবার) অফিসার ইনচার্জ, শ্যামনগর, জনাব মোঃ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোছাঃ রনী খাতুন,উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, শ্যামনগর থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও ছাত্রবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।