ব্যবসায়ী মালিক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত আহ্বায়ক কমিটি গঠন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

নাজমুলহুদা।।

নেত্রকোনার কলমাকান্দায় শুক্রবার রাতে বাজারে ব্যবসায়ী মালিক সমিতির অফিসে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক এম. আলমগীর, যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান এরশাদ, যুগ্ম আহ্বায়ক চরণ কান্তি নাগ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বাপ্পি ও সদস্য সচিব মোঃ সেলিম রেজা। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী জহিরুল ইসলাম মোস্তফা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহরাজ মিয়া। এসময় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ জানান , ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।