শ্যামনগর বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগরের সিংহড়তলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বেড়িবাঁধের ৬০ থেকে ৭০ মিটার অংশে ভয়াবহ ফাটল দেখা দেয়। স্থানীয়রা জানান, হঠাৎ তারা চুনকুড়ি নদীর বাঁধে ফাটল ও ধস দেখতে পান। সহায়-সম্পত্তির ক্ষতির আশঙ্কায় তারা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও মেরামত কাজ শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমেও বাঁধে ফাটল দেখা দেওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসী ইসমাইল হোসেন জানান, ‘এই স্থানটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এ নিয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাঁধ ভেঙে বা ফাটল ধরার পরই কেবল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। ফাটলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে শ্যামনগর ইউএনও রনী খাতুন বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুত বাঁধের মেরামত সম্পন্ন হবে।’ একই সঙ্গে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহায়তা করার আহ্বান জানান। পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, ‘চুনকুড়ি নদীর বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ চলছে। SHARES সারা বাংলা বিষয়: