সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ রিপন সরকার।। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে গত কাল সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি ২০২৪ সালে ৪ই এপ্রিল বাঞ্ছারামপুর উপজেলায় যোগদান করেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, সাহসিকতার মাধ্যমে উপজেলা বাসিকে জনসচেতনতার মাধ্যমে অনেক সেবা দিয়েছে। মো: নজরুল ইসলাম তিনি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালান এবং রেকর্ড পরিমাণ জরিমান আদায় করেন। তিনি অবৈধ বালু মহল উচ্ছেদ ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং নিম্নমানের গুড় কারখানা অভিযান চালান ও বন্ধ ঘোষণা করেন। নদীতে অবৈধ ডেজারের উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জনস্বার্থে বলিষ্ঠ ভূমিকা রাখেন। ভূমি অফিসের সেবায় মানউন্নয়নে তিনি বিশেষ অবদান রাখেন। জনসাধারণের দুর্ভোগ কমাতে এবং সঠিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তার নেতৃত্বে ভূমি প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি মোঃ ফয়সল আহমেদ খান, সহ-সভাপতি মো: আলমগীর হোসেন,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, প্রমুখ। বক্তারা বলেন মোঃ নজরুল ইসলাম একজন জন ন্যায়পরায়ন কর্মকর্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, বাঞ্ছারামপুর উপজেলায়। সততা দক্ষতা আচরণের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাঞ্ছারামপুর উপজেলা বাসি। SHARES সারা বাংলা বিষয়: