চৌহালীতে বাজার মনিটরিংয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫
এইচ এম হক।।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই নেতৃত্ব দিয়ে বাজার তদারকি করছেন, যা ভোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে। সম্প্রতি বিভিন্ন বাজারে অভিযান পরিচালনার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইউএনও মোঃ মোস্তাফিজুর রহমান জানান, “বাজারে স্থিতিশীলতা রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। কেউ যদি ভোক্তা ঠকায় বা অতিরিক্ত দাম আদায় করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশাসনের এ পদক্ষেপে বাজারে ন্যায্য মূল্য বজায় থাকছে এবং ব্যবসায়ীরাও অধিক দায়িত্বশীল আচরণ করছেন। স্থানীয় জনগণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।