নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার প্রাণনাশের হুমকি; আতঙ্কে জামালপুরে অনলাইন পোর্টালের সম্পাদক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

মোঃ বিপুল হোসেন।।

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তা’র সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান রিয়াদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগী আহসানের বিরুদ্ধে এ অভিযোগ। সোমবার (২৮ এপ্রিল) রাতে ফোনে রিয়াদ ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। রিয়াদ বলেন, ‘একটি ধর্ষণ মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হুমকি পেয়েছি। এখন পরিবারের সবাই আতঙ্কে আছি।’ জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’