কেন্দুয়ায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ১, ২০২৫ কোহিনূর আলম।। “শ্রমিক মালিক এক হবে, গড়বো এ দেশ নতুন করে ” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদিকুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হারুনুর রশিদ ফারুকী, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুখলেছুর রহমান বাঙালী, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ । সবশেষ উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও সেফটিকে গুরুত্ব দিয়ে মালিক ও শ্রমিকের সৌহার্দপূর্ণ এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণে নতুন দেশ বিনির্মানে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শোভাযাত্রায় যোগ দেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নাঈম হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মহিলা দলের সাধারণ নূরনাহার আক্তার চায়না, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুল, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: