বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন ও স্পোর্টস উইক উদ্বোধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিকতা এবং মুক্ত মতপ্রকাশের গুরুত্বকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব”। এই প্রতিপাদ্য বর্তমান সময়ের সাংবাদিকতার জটিল বাস্তবতা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জকে সামনে এনে দেয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে সংবাদ পরিবেশনের নৈতিকতা, নিরপেক্ষতা এবং নির্ভরযোগ্যতার প্রশ্ন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিবসটির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে স্পোর্টস উইক ২০২৫ এরও শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলা-ধুলা ও শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও শারীরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই এই স্পোর্টস উইক আয়োজন করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গণমাধ্যমের প্রতি সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে, যা তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।