শাজাহান পুর গলাই ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা মূত্য নিয়ে রহস্য দানা বাঁধছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ মোঃ আবু সাঈদ।। বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আকন্দপাড়া গ্রামে আবুল কালাম (৫২) নামের এক ব্যক্তি নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা জানায়, আবুল কালাম রাতে তার নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে আবুল কালামের আত্মহত্যার কারণ নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা গুঞ্জন ও রহস্য তৈরি হয়েছে। তিনি একজন সৎ, সদালাপী এবং সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন বলে এলাকাবাসী জানায়। স্থানীয়রা দাবি করেছেন, এ মৃত্যু কেবল আত্মহত্যা না-ও হতে পারে। বিষয়টি নিয়ে আইনি তদন্তের দাবি জানিয়েছেন তারা। তারা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া চূড়ান্ত কিছু বলা উচিত হবে না।” শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। SHARES সারা বাংলা বিষয়: