বাসের ধাক্কায় মালবাহী ট্রাক রাস্তার পাশে উল্টে খাদের মধ্যে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪

মোঃ রিপন শেখ,ভাঙ্গা। ফরিদপুর- ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে উল্টে খাদের মধ্যে পড়ে যায়।এতে ট্রাকের চালক প্রদীপ সরকার গুরুতর আহত হয়।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত চালককে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি গ্রামে। তিনি টেকেরহাট থেকে ট্রাকটি টিসিবি র পণ্য বোঝাই করে শিবচর উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল।

আহত চালক প্রদীপ বলেন,টেকেরহাট থেকে টিসিবির খাদ্য সামগ্রীর মালামাল নিয়ে শিবচরের উদ্দেশ্য রওনা হয়েছি।পূর্ব সদরদী ব্রিজ নামক স্থানে আসলে ট্রাকের পিছনে হঠাৎ অজ্ঞাত একটি গাড়ি আমার ট্রাকের পিছনে সোজা ধাক্কা দেয়। ট্রাকটি মালামাল নিয়ে উল্টে খাদের মধ্যে পড়ে যায়।

হাইওয়ে থানা এসআই( নিঃ)বাকি মিয়া জানায়, পূর্ব সদরদী মহাসড়কে দুর্ঘটনার সংবাদ পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এসে ট্রাক চালক কে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করানো হয়।