বাবার লাশ বাসায় রেখে ছেলে পরীক্ষা কেন্দ্রে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ৫, ২০২৫
ছাইদুল ইসলাম..
৪মে রোববার ধামইরহাট  উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর গ্রামের এস এস সি পরীক্ষার্থী মো,হাবিবুল্লাহর ভাগ্যে ঘটে এই হৃদয় বিদারক  ঘটনাটি । এসএসসি পরীক্ষার্থী হাবিবুল্লাহ খেলনা ভগবানপুর গ্রামের  সদ্য মৃত্যু আনারুল ইসলামের ছেলে। গত ৩মে শনিবার রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে পিতা আনারুল ইসলাম  বাড়িতেই মৃত্যুবরণ করেন।  সকালে বাবার লাশ বাসাই রেখে হাবিবুল্লাহ ছুটে যান পরীক্ষা কেন্দ্রে, কারণ তার যে জীবনের প্রথম ধাপ পেরুবার পরীক্ষা। তাছাড়া  বাবার লাশ  দাফন কাজ সম্পন্ন করা হবে বিকেলে ।
পরিবার ও এলাকা বাসীর তথ্য মতে মো,হাবিবুল্লাহ উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।  এরি ধারাবহিকতায় হাবিবুল্লাহ ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন । পরীক্ষা কেন্দ্রের এসএসসি রোল নম্বর -৪৩০৩৪৬।এবিষয়ে হাবিবুল্লাহর স্কুলের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান জানান হাবিবুল্লাহ আামার প্রতিষ্ঠানের মানবিক বিভাগের একজন মেধাবী ছাত্র।আমরা স্কুলের পক্ষ থেকে তার পরিবার প্রতি সমবেদনা জানায়।
মৃতের স্বজনরা ও এলাকা বাসী  জানান, দীর্ঘদিন থেকে্ হাবিবুল্লাহ পিতা  ক্যান্সার আক্রান্ত ছিলেন।তার পিতা গত ৩মে  শনিবার রাতে  মৃত্যু বরণ করেন ।  বাবার লাশ বাড়িতে অন্যদিকে ছেলে হাবিবুল্লার পরীক্ষা কেন্দ্রে।  বাবাকে হারানো কঠিন শোক কে পাশ কাটিয়ে  পরীক্ষা শেষে বাড়িতে ফিরেন হাবিবুল্লাহ। এমন ঘটনায়  সন্তানের আহাজারিতে কেঁদেছে স্বজন,শিক্ষক ও স্থানীয়রা। বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়  হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলামকে।এযেন প্রকৃতির কাছে অসহায় এক পুত্রের কাহিনী।