ঝিনাইদহে মাদক কারবারি স্বামী স্ত্রী গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৫০ পিস

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

সৌভিক পোদ্দা।। 

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার  রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।সোমবার  সকালে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে দৈনিক দেশ সেবা প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালানো হয়। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

এই মাদক কারবারি দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছিল। এরই ধারাবাহিকতায় তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।