চান্দিনার নবাবপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।
রবিবার(৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারের একটি টিনশেড  ঘর থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা, একটি দেশিও রামদা, এক বোতল বিদেশী মদ, ইয়াবা সেবনের উপকরণ, দশটি মোবাইল ফোন এবং গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,নবাবপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মো. রাজিব (১৮),  লেবাশ গ্রামের দোকানদার  জামাল মিয়ার ছেলে মো. কাদের (২০), আনোয়ার মিয়ার ছেলে মো. কবির (২৪), সোহেল দোকানদারের ছেলে মো. গিয়াস (২৪), এবং আব্দুল সামাদ প্রবাসীর ছেলে মো. নিরব সাগর (২১)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক বেচাকেনা ও নিয়মিত সেবনের আসর চলছিল।মাদক ব্যবসায়ীদের ভয়ে সবাই তটস্থ থাকত। অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, গতকাল মাঝ রাতে যৌথ অভিযানে প্রায় ৬শ পিস ইয়াবা সহ পাঁচ যুবককে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।