শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশি বিদেশি মাদক,পাথর বোঝাই ট্রাক সহ ২ জন আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
 আসাদুজ্জামান সুমন।।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিদেশী মদ, বেয়ার ও ফেন্সিডিল জব্দ করেছে থানা পুলিশ। একই সাথে ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশ।
সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন ও একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম। এসময় ট্রাকে থাকা চার বোতল বিদেশী মদ, চারটা বেয়ার ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী তথ্যটি নিশ্চিত করে তিনি জানান, বুড়িমারী সীমান্ত থেকে ট্রাকটি পাথর নিয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে মাদকসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।